HTML এর সুবিধাসমূহঃ
- যেকোন ওয়েবপেইজের টেমপ্লেট তৈরি করা যায়।
- এটি একটি ইউজার ফ্রেন্ডলি ওপেন টেকনোলজি।
- অধিকাংশ ব্রাউজার সাপোর্ট করে।
- সিনটেক্স সহজ তাই HTML শেখা সহজ।
- যেকোনো টেক্সট এডিটরে কোড লেখা যায়।
- ওয়েবপেইজের সাইজ কম হওয়াতে হোস্টিং স্পেস কম লাগে, অর্থাৎ খরচ কম হয়।
- HTML কোন কেস সেনসিটিভ ভাষা নয়।
- শুধুমাত্র স্ট্যাটিক ওয়েবপেইজ তৈরি করা যায়।
- সাধারণ ছোট একটি ওয়েবপেইজ তৈরি করতেও অনেক কোড লিখতে হয়।