উওরঃ
ওয়েব পেইজে বাংলা প্রদর্শনের জন্য নিচের কাজগুলো করতে হবে-
- নোটপ্যাড ওপেন করতে হবে । File মেনু হতে Save As অপশন নির্বাচন করতে হবে । এর ফলে যে Save As ডায়ালগ উইন্ডো আসবে তাতে ফাইলের নাম টাইপ করতে হবে ।
- ফাইলের এক্সটেনশন পরিবর্তন করে .html অথবা .htm করতে হবে ।
- অতঃপর এনকোডিং এ Unicode নির্বাচন করতে হবে ।
- নিচের কোডগুলো টাইপ করে তা সংরক্ষণের জন্য Ctrl ও S কীদ্বয় একএে চাপতে হবে ।
<!DOCTYPE html>
<html>
<head> </head>
<body>
<p> “আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি ।” </p>
</body>
</html>
- উপরের কোডগুলো .html অথবা .htm এক্সটেনশন যুক্ত ফাইলে সংরক্ষণ করে কোন ওয়েব ব্রাউজার দ্বারা ওপেন করা হলে নিচের ওয়েব পেইজটি দেখা যাবে ।
“আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি ।”