একটি ওয়েব পেইজ তৈরি কর যা ওয়েব ব্রাউজারে চালু বা রান করলে “আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি ।” কথাটি প্রদর্শিত হয়

উওরঃ 
ওয়েব পেইজে বাংলা প্রদর্শনের জন্য নিচের কাজগুলো করতে হবে-
  • নোটপ্যাড ওপেন করতে হবে । File মেনু হতে Save As অপশন নির্বাচন করতে হবে । এর ফলে যে Save As ডায়ালগ উইন্ডো আসবে তাতে ফাইলের নাম টাইপ করতে হবে ।
  • ফাইলের এক্সটেনশন পরিবর্তন করে .html অথবা .htm করতে হবে ।
  • অতঃপর এনকোডিং এ Unicode নির্বাচন করতে হবে ।
  • নিচের কোডগুলো টাইপ করে তা সংরক্ষণের জন্য Ctrl ও S কীদ্বয় একএে চাপতে হবে ।
<!DOCTYPE html>
<html>
<head> </head>
<body>

<p> “আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি ।” </p>
</body>
</html>
  • উপরের কোডগুলো .html অথবা .htm এক্সটেনশন যুক্ত ফাইলে সংরক্ষণ করে কোন ওয়েব ব্রাউজার দ্বারা ওপেন করা হলে নিচের ওয়েব পেইজটি দেখা যাবে ।
“আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি ।”