কম্পিউটার/ ইলেকট্রনিক ডিভাইস ডিজাইনে কেন বাইনারি সংখ্যা পদ্ধতি ব্যবহৃত হয়?

 

চিএ: কম্পিউটার

উত্তরঃ কম্পিউটার ডিজাইনে অন্যান্য সংখ্যা পদ্ধতির তুলনায় বাইনারি সংখ্যা পদ্ধতি বহুল ব্যবহৃত হয়। কারণ সমূহ নিচে ব্যাখ্যা করা হলো-

  • বাইনারি সংখ্যা পদ্ধতিতে যেহেতু ০ এবং ১ এই দুইটি বিট (Bit) ব্যবহৃত হয়, তাই ইলেক্ট্রনিক যন্ত্রে এই পদ্ধতি ব্যবহার সুবিধাজনক।
  • কম্পিউটারের ক্ষেত্রে বা যে কোন ইলেকট্রনিক যন্ত্র দুইটি অবস্থা সহজেই বুঝতে পারে।একটি হলো সুইচ অন (ON) ও অপরটি হলো সুইচ অফ (OFF)।বাইনারি 0 বিট (Bit) দ্বারা OFF, LOW, বা FALSE বা NO এবং ১ বিট দ্বারা ON, High, True বা Yes বুঝানো হয়ে থাকে।
  • যেহেতু কম্পিউটার ইলেক্ট্রিক সিগন্যালের সাহায্যে কাজ করে তাই বাইনারি সিগন্যাল (০, ১)কে সহজেই ইলেকট্রনিক সিগন্যালের সাহায্যে প্রকাশ করা যায়।
  • বাইনারি সিস্টেমে দুটি অবস্থা থাকায় ইলেক্ট্রিক সার্কিট ডিজাইন খুব সহজ। ফলে কম্পিউটার ডিজাইনে বাইনারি সংখ্যা পদ্ধতি ব্যবহার করা সুবিধাজনক।