এটি অনেকটা জিজ্ঞাসার মতো "গণিতের এত ক্ষেত্র কেন? আমাদের বীজগণিত আছে। কেন আমাদের জ্যামিতি, ক্যালকুলাস এবং তরল যান্ত্রিক প্রয়োজন?" প্রতিটি প্রোগ্রামিং ভাষার লক্ষ্য একটি নির্দিষ্ট সমস্যা সমাধান করা। একাধিক ভাষা একই সমস্যা সমাধান করতে সক্ষম হতে পারে, তবে প্রত্যেকে এটির জন্য আলাদাভাবে যোগাযোগ করবে।
নিচে কয়েকটি প্রোগ্রামিং ভাষা নিয়ে আলোচনা করা হলোঃ
- BASIC: Beginner All-purpose Symbolic Instruction Code (প্রাথমিক উদ্দেশ্য ছিল বিজ্ঞান শাখার বাইরের ছাত্রদের জন্য কম্পিউটার প্রোগ্রামিং সহজ করা)
- COBOL: Common Business Oriented Language (মূলত ব্যবসা, অর্থসংস্থান, এবং কোম্পানি ও সরকারের প্রশাসনিক সিস্টেমসমূহে ব্যবহার করা হয়)
- FORTRAN: Formula Translation (অসংখ্য গাণিতিকি হিসাব সহজেই করা যায়)
প্রতিটি প্রোগ্রামিং ভাষার লক্ষ্য ভিন্ন ভিন্ন, এই জন্য অনেকগুলো প্রোগ্রামিং ভাষার উৎপওি হয়েছে।