Escape Sequence: সি প্রোগ্রামিং এ কিছু Backslash Character ব্যবহার করা হয় যা আউটপুট ফাংশন হিসেবে কাজ করে। সাধারণত Backslash(\) দেওয়ার পরে একটি ক্যারেক্টার ব্যবহার করা হয়। নিচে Escape Sequence এর লিস্ট দেওয়া হলো:
কিওয়ার্ড(Keywords): কিওয়ার্ড হলো একটি প্রোগ্রামিং ভাষার পূর্ব-নির্ধারিত বা সংরক্ষিত কিছু শব্দ। প্রতিটি কিওয়ার্ড প্রোগ্রামে একটি নির্দিস্ট কাজ সম্পাদন করে থাকে। যেহেতু কিওয়ার্ডগুলো কম্পাইলারের কাছে পরিচিত তাই তাদেরকে চলকের নাম হিসেবে ব্যবহার করা যায় না। কিওয়ার্ড সবসময় ছোট হাতের অক্ষরে লেখা হয়। ‘সি’ ভাষা ৩২টি কিওয়ার্ড সাপোর্ট করে যা নিচে দেওয়া হলো: