যে সকল গেইটের সাহায্যে মৌলিক গেইটসহ অন্যান্য সকল প্রকার গেইট বা ফাংশন তৈরি বা বাস্তবায়ন করা যায় সেই সমস্ত গেইটকে সর্বজনীন গেইট বলে। মৌলিক গেইট দ্বারা অন্যান্য সকল প্রকার গেইট তৈরি বা বাস্তবায়ন করা যায় সেইভাবে NOR ও NAND গেইট দিয়েও মৌলিক গেইটসহ অন্যান্য সকল গেইট বা ফাংশনকে প্রকাশ করা যায়। এই জন্য NOR ও NAND গেইটকে সর্বজনীন (universal) গেইট বলা হয়।