তথ্য ও উপাত্তের মধ্যে পার্থক্য তুলে ধরা হলোঃ
তথ্য
★এক বা একাধিক ডেটা প্রক্রিয়াকরণের পর যে অর্থপূর্ণ ফলাফল পাওয়া যায় তাকে তথ্য বলে। অর্থাৎ তথ্য একটি সমন্বিত ধারণা।
★সব তথ্য উপাত্ত হতে পারে। এটি সব সময় অর্থপূর্ণ।
★সরাসরি ব্যবহার করা যায় ।
★সাধারনত প্রক্রিয়াকরণ করতে হয় না।
★কাঁচামাল (ডেটা) প্রক্রিয়াকরণের পর তথ্যে রূপান্তরিত হয়।
★তথ্য সজ্জিত অবস্থায় থাকে।
★তথ্য থেকে কোন বিষয় সম্পর্কে সম্পূর্ণ ধারণা লাভ করা যায়।
★তথ্য আউটপুট স্বরূপ।
উপাত্ত
★উপাত্ত হলাে তথ্যের ক্ষুদ্রতম একক। অর্থাৎ উপাত্ত একটি একক ধারণা।
★সব উপাত্ত তথ্য নয়।
★এটি সব সময় অর্থপূর্ণ নয়।
★সরাসরি ব্যবহার করা যায় না।
উপাত্তকে প্রক্রিয়াকরণ করতে হয়।
★উপাত্ত তথ্যের কাচামাল হিসাবে ব্যবহৃত হয়।
★উপাত্ত সজ্জিত অবস্থায় থাকে না।
★উপাত্ত থেকে কোনাে বিষয় সম্পর্কে সম্পূর্ণ ধারণা লাভ করা যায় না।
★উপাত্ত ইনপুট স্বরূপ।
তথ্য
★এক বা একাধিক ডেটা প্রক্রিয়াকরণের পর যে অর্থপূর্ণ ফলাফল পাওয়া যায় তাকে তথ্য বলে। অর্থাৎ তথ্য একটি সমন্বিত ধারণা।
★সব তথ্য উপাত্ত হতে পারে। এটি সব সময় অর্থপূর্ণ।
★সরাসরি ব্যবহার করা যায় ।
★সাধারনত প্রক্রিয়াকরণ করতে হয় না।
★কাঁচামাল (ডেটা) প্রক্রিয়াকরণের পর তথ্যে রূপান্তরিত হয়।
★তথ্য সজ্জিত অবস্থায় থাকে।
★তথ্য থেকে কোন বিষয় সম্পর্কে সম্পূর্ণ ধারণা লাভ করা যায়।
★তথ্য আউটপুট স্বরূপ।
উপাত্ত
★উপাত্ত হলাে তথ্যের ক্ষুদ্রতম একক। অর্থাৎ উপাত্ত একটি একক ধারণা।
★সব উপাত্ত তথ্য নয়।
★এটি সব সময় অর্থপূর্ণ নয়।
★সরাসরি ব্যবহার করা যায় না।
উপাত্তকে প্রক্রিয়াকরণ করতে হয়।
★উপাত্ত তথ্যের কাচামাল হিসাবে ব্যবহৃত হয়।
★উপাত্ত সজ্জিত অবস্থায় থাকে না।
★উপাত্ত থেকে কোনাে বিষয় সম্পর্কে সম্পূর্ণ ধারণা লাভ করা যায় না।
★উপাত্ত ইনপুট স্বরূপ।